প্রকাশিত: Wed, Mar 27, 2024 11:27 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:31 AM

[১]নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আশরাফুল নয়ন: [২] মঙ্গলবার ভোরে পোরশা সীমান্তের -পিআর ২৩১/১০ পিলারের এক কিলোমিটার ভেতরে ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আলামিন পোরশা উপজেলার কলনী এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে। 

[৩] স্থানীয়রা জানান, সোমবার রাতে সঙ্গীদের নিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান আলামিন। গরু নিয়ে ফেরার পথে পোরশা সীমান্তের-পিআর ২৩১-২৩২ পিলারের মাঝামাঝি ২৩১/১০এস সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

[৪] নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বিএসএফ আমাদের বিষয়টি জানিয়েছে, এ  বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।  সম্পাদনা : মুরাদ হাসান